Last Updated: February 17, 2014 16:25

অসুস্থ লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। প্রবল জ্বর, শ্বাসকষ্ট এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে গতকাল নার্সিংহোমে ভর্তি হন সোমনাথ চট্টোপাধ্যায়। আইটিইউতে রাখা হয়েছে তাঁকে।
চিকিত্সক সুকুমার মুখার্জি এবং সুব্রত মৈত্রর নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে প্রাক্তন স্পিকারের চিকিত্সার জন্য। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। তবে সোমনাথ চট্টোপাধ্যারে শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে নার্সিংহোম সূত্রে খবর।
(বিস্তারিত খবর কিছু পরে)
First Published: Monday, February 17, 2014, 16:25