কলকাতার জামাই হলেও ধোনি কী একটু কম সমর্থন পেলেন!

কলকাতার জামাই হলেও ধোনি কী একটু কম সমর্থন পেলেন!

কলকাতার জামাই হলেও ধোনি কী একটু কম সমর্থন পেলেন!শনিবার ইডেনে খেললেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির বউ সাক্ষী এই শহরের মেয়ে। তাই ধোনি কলকাতার জামাই। কলকাতার লোকেরা জামাই আদরে পটু এমন একটা সুনাম আছে।

সেই হিসাবে দেখলে ইডেনে তো ধোনি প্রেম উছলে পড়ার কথা ছিল। বিপক্ষের অধিনায়ক গৌতম গম্ভীরের সঙ্গে তো কলকাতার দূর দূরের কোনও সম্পর্ক নেই। তবু কেন ধোনি সেভাবে সমর্থন পান না কলকাতার। নাকি কলকাতার যথেষ্ট সমর্থনই পেয়েছেন ধোনি। লিখুন আপনার মতামত --

First Published: Saturday, April 20, 2013, 18:00


comments powered by Disqus