Last Updated: May 1, 2014 20:42

মায়ের মোবাইলে অন্য পুরুষের সঙ্গে ছবি দেখে ক্ষেপে গিয়েছিলেন ছেলে। সেই ছবি এনে দেখিয়ে দিলেন বাবকে। আর তাতেই হেনস্থার শিকার হতে হল মা কেজিয়া এনডেবেলেকে। ঘটনাটি ঘটেছে জিম্বাবোয়েতে।
মায়ের মোবাইলে অন্য এক পুরুষের সঙ্গে কিছু নগ্ন, ঘনিষ্ঠ ছবি দেখেছিলেন ছেলে। সেগুলো তুলে দেন বাবা দুমিসানি এনডেবেলের হাতে। ছবি দেখে ক্ষিপ্ত হয়ে স্ত্রীর ওপর হামলা চালান দুমিসানি। তাঁর স্ত্রী গত এক বছর ধরে যৌনমিলনে অনীহা প্রকাশ করছিলেন বলে জানান তিনি।
পুমুলা বুলাওতে নিজেদের বাড়িতেই স্ত্রীর ওপর হামলা করেন তিনি। থুতনিতে মারার ফলে ছাল চামড়া, মাংস খুবলে উঠে আসে। যদিও, স্বামীকে প্রতারণা করার সব অভিযোগ অস্বীকার করেছেন কেজিয়া। তাঁর দাবি, বিয়ের ১৮ বছর পর ডিভোর্সের নোটিস পেয়ে মেনে নিতে পারেননি দুমিসানি।
সারা মুখে ব্যান্ডেজ নিয়ে বিচারক মেরিলিন মিটসিনার সামনে আদালতে হাজিরা দেন কেজিয়া। তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আদালত।
First Published: Thursday, May 1, 2014, 20:42