রিয়েল থেরে রিল লাইফের তরজায় সোনাক্ষি-অনুষ্কা

রিয়েল থেকে রিল লাইফের তরজায় সোনাক্ষি-অনুষ্কা

বহুদিন ধরেই মুখ দেখাদেখি বন্ধ দুই কন্যের। ইন্ডাস্ট্রিতে এখনও পাঁচ বছরও না কাটলেও ইতিমধ্যেই নিজেদের জোরালো ফ্যান ক্লাবও তৈরি করে ফেলেছেন দুজনেই। তবে এবার বোধহয় সত্যিই পর্দায় এসপার-ওসপার করে নেওয়ার পালা দুজনের।

সোনাক্ষি সিন্হা আর অনুষ্কা শর্মা। রণবীর সিংয়ের বাহুলগ্না হওয়ার কারণে পূর্বে শিরোনামে এসেছেন দুজনেই। সেই কারণেই দুজনের বাক্যালাপ বন্ধ দীর্ঘদিন। তবে এই দীপাবলিতে একেবারে সমুখ সমরে নামতে চলেছেন তাঁরা। ওইদিনই একসঙ্গে মুক্তি পাচ্ছে সোনাক্ষির জব তক হ্যায় জান আর অনুষ্কার সন অফ সর্দার। জব তক জান-এ শাহরুখের বিপরীতে রয়েছেন অনুষ্কা। আর সোনাক্ষির হিরো হওয়ার সৌভাগ্য হয়েছে অজয় দেবগনের।

ব্যক্তিগত জীবনের তরজায় সুবিধা করতে পারেননি দুজনের কেউই। তবে বক্স অফিসে কার ভাগ্যে শিকে ছেঁড়ে সেটা জানতে গেলে এখনও অপেক্ষা করতে হবে ১৩ নভেম্বর পর্যন্ত। দুজনের জন্যই শুভেচ্ছা রইল আমাদের তরফে।







First Published: Monday, November 5, 2012, 23:16


comments powered by Disqus