Last Updated: October 2, 2013 15:41

`আর... রাজকুমার`সিনেমার ট্রেলার। একটা দৃশ্যে এসে সবাই অপেক্ষা থাকলেন। জল থেকে উঠছেন সিনেমার নায়িকা। অন্য কেউ হলে এই দৃশ্যের অপেক্ষার কারণটা অন্য হত। কিন্তু তিনি যে সোনাক্ষি সিনহা। খোলামেলা পোশাক নয়, যার ইউএসপি মিষ্টি হাসি আর সুন্দর মুখ।
আর রাজকুমার নামের সিনেমার ট্রেলারে সেই সোনাক্ষি জল থেকে উঠছেন..এমন একটা দৃশ্যে যেখানে নায়িকা বিকিনি পরবেন এমটাই খুব স্বাভাবিক হালের বলিউড ছবিতে।
কিন্তু না সোনাক্ষি জল থেকে বেরিয়ে এলেন শাড়িতে। অভিনয় আর পরিচালনার গুণে বিকিনী নয় শাড়ির পোশাকেই দৃশ্যটা দারুণ জমে গেল। এই বিষয়ে সোনাক্ষিকে প্রশ্ন করা হলে তিনি বললেন, " নো বিকিনি... আমি কখনই বিকিনি পরব না।" সঙ্গে হেসে বললেন, যতটা দেখালাম ততটাতেই খুশি থাকুন। প্রভু দেবার এই সিনেমার সোনাক্ষির বিপরীতে অভিনয় করছেন শাহিদ কাপুর। শাহিদের সঙ্গে এই প্রথম জুটি বাঁধলেন শত্রুঘ্ন কন্যা।
First Published: Wednesday, October 2, 2013, 15:41