Last Updated: March 20, 2013 19:23

রেখার চরিত্রে অভিনয় করতে চলেছেন সোনম কপূর। হৃষিকেশ মুখার্জির ব্লকবাস্টার ছবি খুবসুরতের রিমেক হতে চলেছে। আর সেখানেই রেখার অভিনীত চরিত্রে অভিনয় করতে চলেছেন অনিল কন্যা।
এ দিন পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে সোনম জানান, "খুবসুরতে রেখার চরিত্রের আদল এক রেখে এই সময়ের আধুনিকতা নিয়ে আসা হবে আমার চরিত্রে। গল্পও একই থাকছে। শুটিং শুরুর আগে রেখার সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়েছি আমি। জব তক হ্যায় জানের প্রিমিয়ারে দেখা হয়েছিল ওনার সঙ্গে। উনি আমাকে বলেছেন খুবসুরত দারুন ছবি।"

১৯৮০ সালে মুক্তি পাওয়া খুবসুরতের পরিচালক ছিলেন হৃষিকেশ মুখার্জি। ছবিতে রেখার সঙ্গে ছিলেন অশোক কুমার, দিনা পাঠক ও প্রকাশ রোশন। খুবসুরতের রিমেক পরিচালনা করবেন শশাঙ্ক ঘোষ। প্রযোজনা করছেন অনিল কপুর ও সোনমের বোন রিয়া। অগাস্টেই শুটিং শুরু করবেন শশাঙ্ক।
First Published: Wednesday, March 20, 2013, 19:23