Last Updated: March 1, 2012 21:50

কী কাণ্ড! শেষে কি না বাদশা-শেহনশাকে টেক্কা দিয়ে একটাও হিট ছবি না দিতে পারা সোনম কপুর অনলাইনে `ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিয়ান্স`-এর তালিকায় শীর্ষস্থান দখল করলেন!!!
টুইটারের ভারতের প্রতিভাশালী ব্যক্তিত্বদের এক তালিকায় হৃতিক, শাহিরুখ, আমিতাভ, এমন কী, রাজনীতিবিদ শশী থরুরকেও পেছনে ফেলে দিয়েছেন সোনম। একটি বেসরকারি অনলাইন সংস্থা এই তালিকা প্রকাশ করেছে।
টুইটের সংখ্যা, মান এবং `ফলোয়ার্স`-এর সংখ্যার নিরীখে এই তালিকা তৈরি হয়েছে। সোনম-এর দশ লক্ষ টুইটার `ফলোয়ার্স` এবং পাঁচ হাজারেরও বেশি টুইট।
ফলে সংখ্যাতত্ত্বের বিচারে বাকি `সেলেব`-দের পিছনে ফেলে `লিস্ট`-এ `টপ` করলেন এই `বলিউডি ফ্যাশনিস্তা`।
`ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিয়ান্স`-এর বিস্তারিত তালিকা:-
সোনম কপুর
শশী থরুর
প্রিয়ঙ্কা চোপড়া
অমিতাভ বচ্চন
রাম গোপাল ভর্মা
হৃতিক রোশন
কিরণ বেদী
ফরহান আখতর
অক্ষয় কুমার
সিদ্ধার্থ
First Published: Thursday, March 1, 2012, 21:50