Last Updated: May 19, 2014 21:24

গৃহীত হল না সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর পদত্যাগ পত্র। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তাঁদের পদত্যাগ পত্র খারিজ করে দিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী মনমোহন সিং বলেন, সোনিয়া ও রাহুল গান্ধীর পদত্যাগ কংগ্রেসের সমস্যার সমাধান নয়। লোকসভা নির্বাচনে দেশ জুরে কংগ্রেসের ভারডুবির পর দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন সোনিয়া ও রাহুল।
এ বৈঠকে কংগ্রেস নেতৃত্বের ওপর আস্থা রেখে দলের মুখপাত্র রাজ বব্বর বলেন, আমরা রাহুল গান্ধীর নেতৃত্বেই লড়াই করতে চাই। বেনীপ্রসাদ বর্মা বলেন, দলে কোনও পরিবর্তনের প্রয়োজন হলে সোনিয়া গান্ধীই তা ঠিক করবেন। দলের সব প্রথম সারির নেতারাই এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে সূত্রে খবর ছিল লোকসভায় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য বৈঠকে সোনিয়াকে আবেদন জানাবেন ওয়ার্কিং কমিটি। রাজ্যসভায় নেতৃত্ব দেবেন কমল নাথ। লোকসভার অন্যান্য নেতাদের মধ্যে থাকতে পারেন মনমোহন সিং ও এ কে অ্যান্টনি।
ভরাডুবির জন্য রাহুল গান্ধীকে কেই সরাসরি দায়ী না করলেও তাঁর মেন্টর জয়রাম রমেশ, মোহন গোপাল, মধুসূদন মিস্ত্রি ও মোহন প্রকাশের কার্য়কলাপ খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনে দলের বহু মন্ত্রী পরাজিত হওয়ায় দলীয় কর্মীদের সঙ্গে তাঁদের যোগাযোগের অভাব ও অহং নিয়েও প্রশ্ন উঠেছে। শুক্রবার লোকসভা নির্বাচনের ফল ঘোষনার পর সাংবাদিকদের সামনে দলের পরাজয়ের দায় স্বীকার করে নেন সোনিয়া ও রাহুল গান্ধী। সারা দেশে ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৪৪টি আসন। গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের আসন সংখ্যা ছিল ২০৬টি।
First Published: Monday, May 19, 2014, 21:24