Last Updated: May 24, 2014 18:37

লোকসভা ভোটের ভরাডুবিকে দূরে সরিয়ে ২৬ মে মোদীর প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন সপুত্রক সোনিয়া গান্ধী।
ভোট গণনার দিন সোনিয়া ও রাহুল কেন্দ্রে নতুন সরকারের আগমনকে শুভেচ্ছা জানালেও কৌশলে এড়িয়ে গিয়েছিলেন মোদীর নাম। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছিলেন দেশের ভাবী প্রধানমন্ত্রীকে।
সূত্রে খবর, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ২০মে মোদীকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ করার পর সোনিয়া গান্ধী নরেন্দ্র মোদীকে অভিনন্দন বার্তা পাঠিয়ে ছিলেন সোনিয়া গান্ধী।
যদিও, সামনা সামনি কংগ্রেস সুপ্রিমো ভাবী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান কিনা এখন সেটাই দেখার বিষয়।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ২৮২ টি দখল করে একক সংখ্যা গরিষ্ঠ দলের তকমা পেয়েছে বিজেপি।
First Published: Saturday, May 24, 2014, 18:37