Last Updated: January 27, 2012 16:28

`দাবাং`-এর ব্যাপক জনপ্রিয়তার পর এবার আসছে `দাবাং ২`। তবে থাকছেন না সোনু `ছেদি সিং` সুদ।
দাবাং-এ ছেদি সিং চরিত্রে অভিনয়ের জন্য সেরা খলনায়কের বহু পুরস্কার জিতেছিলেন সোনু সুদ।
বলিউডের ২০১০ সালের ব্যবসায় সফল ছবিগুলোর মধ্যে অন্যতম অভিনব কাশ্যপ পরিচালিত `দাবাং`। ছবিটি এখন পর্যন্ত ১৪৫ কোটি টাকার ব্যবসা করেছে। ব্যাপক জনপ্রিয়তার পর প্রযোজক আরবাজ খান ছবিটির সিক্যুয়লের কাজ শুরু করেছেন। কিন্তু কাহিনী চাহিদা অনুযায়ী খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী তারকা প্রকাশ রাজ। সোনু জানিয়েছেন ছবিতে অভিনয় না করলেও তিনি এখনও `দাবাং` ফ্যামিলির একজন সদস্য। ছবির চিত্রনাট্য ভিন্ন হওয়ায় তিনি অভিনয় করছেন না `দাবাং ২`-তে। তাঁর পরবর্তী ছবি `ম্যাক্সিমাম`। পুলিস অফিসারের চরিত্রে নাসিরুদ্দিন শাহ-এর সঙ্গে অভিনয় করছেন তিনি।
`দাবাং` ছবির সিক্যুয়লে পরিচালক থাকছেন না অভিনবও। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন আরবাজ। পরিচালক হিসেবে তাঁর প্রথম ছবির জন্য রইল অনেক শুভেচ্ছা।
First Published: Friday, January 27, 2012, 16:28