Last Updated: March 30, 2014 22:16
বরানগরের কর্মিসভায় বিতর্কিত মন্তব্য করায় দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়কে শোকজ করেছিল নির্বাচন কমিশন। আজ শোকজের জবাব দিয়েছেন সৌগত রায়। কমিশনকে তিনি জানিয়েছেন, কর্মিসভায় রিগিং নিয়ে কিছুই বললেননি তিনি। তবে কমিশন যদি তাঁকে দোষী সাব্যস্ত করে তাহলে দুঃখপ্রকাশে রাজি তিনি। দুহাজার নয়ে বরানগরে বুথ দখল করে সিপিআইএম।
সিপিআইএম যা করেছিল তাদের এবার সেটাই ফিরিয়ে দিতে হবে। বরানগরের কর্মিসভায় মন্তব্য করেন সৌগত রায়। এরপরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় নির্বাচন কমিশনে।
First Published: Sunday, March 30, 2014, 22:16