Last Updated: March 26, 2014 23:22

দলের মধ্যে তিনি বর্ষীয়ান। আর সংসদে তিনি গুগল আঙ্কেল। গতবার দমদম কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েই এই নতুন ডাক নাম পান সৌগত রায়। সেই নাম নিয়েই ভোট ময়দানে হাজির দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী।
দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের হোর্ডিংয়ে হাত জোড় করে ভোট প্রার্থী গুগল আঙ্কেল। নবীন সাংসদদের কাছে তিনি আস্ত সার্চ ইঞ্জিন। প্রতি প্রশ্নে গরমাগরম উত্তর। গুগল আঙ্কেল অবশ্য বলছেন, তিনি নেট-চর্চায় স্যাভি নন। তবে নিজে নেট স্যাভি না হয়েও সংসদে তিনিই গুগল আঙ্কেল। আসলে তিনি যে দলের সিধু জ্যাঠা।
First Published: Wednesday, March 26, 2014, 23:22