Last Updated: January 27, 2013 21:59

জ্যোতিপ্রিয় মল্লিকের পথ ধরেই এবার সাংসদ সৌগত রায় ও শুভেন্দু অধিকারী অশালীন মন্তব্য করলেন। তৃণমূল কংগ্রেসের অশালীন মন্তব্যের তালিকায় যোগ হল অধ্যাপক তথা সাংসদ সৌগত রায়ের নাম। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের মত সাপের উদাহরণ টেনে এনে প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। সিপিআইএম দলটাই মায়ের ভোগে গিয়েছে। বুদ্ধদেব, গৌতম দেবরা পচা মাল। এধরনের মন্তব্য যাঁর মুখনিঃসৃত, তিনি নিজে একজন অধ্যাপক। তবে এর চেয়েও বড় এবং গুরুত্বপূর্ণ পরিচয় বোধহয় তিনি তৃণমূল কংগ্রেস সাংসদ। তাঁর সঙ্গেই আবার বিরোধীদের প্রতি অশালীন মন্তব্য করলেন শুভেন্দু অধিকারীও।
কাঁথির তৃণমূল সাংসদের মুখে এধরনের কথা নতুন নয়। কিন্তু রবিবার চিনার পার্কে তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য সভায় যাঁর ভাষণ জোর ধাক্কা দিয়ে গেল, তিনি সৌগত রায়। প্রবীণ সাংসদ। অধ্যাপক।
অন্যদিকে, অশালীন মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শুভেন্দু অধিকারীর। আজ বরানগরে তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য সমাবেশে সিপিআইএম নেতা গৌতম দেবের সঙ্গে বিষাক্ত সাপের তুলনা করলেন তিনি।
শুনুন সৌগত রায় কী বললেন
First Published: Monday, January 28, 2013, 14:49