নিজের পেন্টিং প্রদর্শনী আনছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

নিজের পেন্টিং প্রদর্শনী আনছেন সৌমিত্র চট্টোপাধ্যায়

নিজের পেন্টিং প্রদর্শনী আনছেন সৌমিত্র চট্টোপাধ্যায়শুধু অভিনয়, আবৃত্তি, লেখালেখি নয়। গত পাঁচ দশক ধরে নিরন্তর ছবিও এঁকে চলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেইসব পেন্টিং, স্কেচ, ডুডলসের এক্সিবিশন শুরু হতে চলেছে আগামী ১২ সেপ্টেম্বর থেকে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসে চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

ফর্মস উইদিন নামের প্রদর্শনীতে থাকবে সৌমিত্রর নিজের হাতে করা তাঁর চরিত্রগুলির স্কেচ। ফেলুদা, অপরাজিত, অপুর সংসার, অরণ্যের দিন রাত্রি, অশনি সংকেতের জল রঙ পেন্টিংয়ের একপাশে লেখা থাকবে সৌমিত্রর নিজের লেখা কবিতার অংশও। প্রদর্শনীতেই লঞ্চ করা হবে ওয়েবসাইট ও একটি বইও। প্রদর্শনীর উদ্বোধন করবেন মৃণাল সেন।

First Published: Tuesday, September 10, 2013, 13:49


comments powered by Disqus