Soumitra

সৌমিত্রের প্রচার শুরু

প্রচার শুরু করে দিলেন মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী সৌমিত্র রায়। আজ সকাল ১০ টা নাগাদ নিদের গ্রাম হরিশ্চন্দ্রপুর থেকে প্রচার শুরু করেন তিনি। বেলা একটা পর্যন্ত গান গেয়ে, বাজনা বাজিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের তুমুল আনন্দ-উল্লাসের মধ্যে চলে তাঁর প্রচার।

প্রচার শেষের পর এতো আয়েস করে বসে সৌমিত্রর গান শোনানো। কিন্তু তার আগে তাঁর নিজের গ্রাম হরিশ্চন্দ্রপুরে যেটা ঘটল তা তিনি স্বপ্নেও ভাবেননি। রীতিমতো ঢাক বাজিয়ে, তৃণমূল কর্মী-সমর্থকদের তুমুল হর্ষধ্বনির মধ্যে মঙ্গলবার সকালে প্রচার শুরু করলেন মালদা উত্তরের তৃণমূলের প্রার্থী।

এরপর নিজের বাড়িতে গিয়ে রামকানাইয়ের মন্দিরে পুজো দেন। আশীর্বাদ নেন গুরুজনদের। সৌমিত্র জানালেন, ব্যান্ড ভূমি যখন শুরু করেছিলেন, তখনও ভাল কিছুর আশা ছিল। এখন যখন মানুষের দরবারে তিনি ভোটপ্রার্থী, তখনও ভাল কিছু হবে বলেই আশা রাখছেন ভূমির অন্যতম লিড ভোকালিস্ট।

First Published: Tuesday, March 11, 2014, 21:24


comments powered by Disqus