Last Updated: September 6, 2012 11:51

এবার কি ধোনিদের কোচ হতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে? মহারাজ কিন্তু বলছেন তিনি ভারতীয় দলের কোচ হতে তৈরি। বিসিসিআই চাইলে তিনি জাতীয় দলের কোচিং করাতে প্রস্তুত। সৌরভ বললেন, " অবশ্যই আমি দেশের কোচিং করাতে আগ্রহী কিন্তু সময়ই বলবে সেটা কবে হবে। যদি বিসিসিআই মনে করে আমি ভাল কোচ, তাহলে আমি তৈরি।"
কোচ হলে তিনি কার মডেল ফলে করবেন?গ্রেগ চ্যাপেলের মত প্রচারের আলোয় থাকা নাকি কার্স্টেনের মত মেঘের আড়ালে থেকে যুদ্ধ করা, কোচ হলে কোন মডেল পছন্দ তাঁর? প্রশ্নটা শুনে হেসে সৌরভ বললেন, "আগে তো হই পরে দেখা যাবে।"
First Published: Thursday, September 6, 2012, 12:33