Last Updated: February 25, 2014 16:30

সৌরভ গাঙ্গুলিকে ডি-লিট দিল `বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি`। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আজ তাঁর হাতে এই সম্মান তুলে দেন রাজ্যপাল এম কে নারায়ণন।
এর আগে দেশ-বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ে সম্মানিত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। তবে বেসুর দেওয়া ডিলিট তাঁর কাছে বিশেষ গুরুত্বের। নিজেই আজ একথা জানান মহারাজ। তিনি বলেন, নিজের রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট পাওয়া সবচেয়ে সেরা। ছাত্রছাত্রীদের উদ্দেশে সৌরভের পরামর্শ, সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রমই একমাত্র পথ।
ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সৌরভ বলেন `` এই ক্যাম্পাস থেকে তোমারা যখন বেড়িয়ে যাবে তখন তোমার কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে যাওয়ার কথা মনে রেখ। কেরিয়ারের শেষে যখন বাড়িতে আয়নার সামনে দাঁড়াবে তখন যেন বলতে পার `আমার কাছে যা ছিল সবটুকু দিয়ে দিয়েছি।`,``
First Published: Tuesday, February 25, 2014, 16:30