Last Updated: March 16, 2014 21:06

মাঠে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট মাঠে নয়, দোলের মাঠে। উইলো নয়, হাতে কখনও জল বেলুন, কখনও পিচকিরি। সচিন, দ্রাবিড়রা নন, সঙ্গী মেয়ে সানা আর পরিবারের অন্যরা। মিল শুধু এক জায়গায়। মেজাজে।
ব্যস্ত সেডিউল দূরে সরিয়ে রেখে দিনটা শুধুই রঙের।
বেহালা বীরেন রায় রোডের বাড়ির লনে সকাল থেকেই শুরু হয়ে গেল খেলা। কখনও স্নেহশীল বাবা, কখনও আবার পাঁচিলের বাইরে ছবি তুলতে ব্যস্ত সাংবাদিকদের সঙ্গে খুনসুটি।
সানা টার্গেট হিট করতেই বাবাও সক্রিয়। মাসুলটা অবশ্য দিতে হল হাতেনাতে। শেষ পর্যন্ত রফা।
কিছুক্ষণের মধ্যেই আবার নিজের ফর্মে মহারাজ। বাইশ গজের মতো রঙের খেলাতেও রাজকীয় মেজাজে সৌরভ। রঙ, হাসি, আনন্দে রঙিন হয়ে থাকল বীরেন রায় রোডের বাড়ির লন।
First Published: Sunday, March 16, 2014, 21:06