Last Updated: February 12, 2013 21:07

সমস্ত জল্পনার অবসান। শেষপর্যন্ত আইপিলকে আনুষ্ঠানিক বিদায় জানালেন সৌরভ গাঙ্গুলি। জানিয়ে দিলেন আর আইপিএল খেলছেন না তিনি। আগে থেকে একথা জানানোর কারণেই আইপিএলের নিলামে তাঁর নাম ছিল না বলে জানিয়েছেন মহারাজ। আইপিএলকে বিদায় জানানোয় কার্যত হতাশ একদা সৌরভের বাংলা দলের সতীর্থ লক্ষ্মীরতন শুক্লা। তবে ক্রিকেটীয় পরামর্শের জন্য সৌরভের সাহায্য সবসময় চান লক্ষ্মী।
গতকাল এক অনুষ্ঠানে সৌরভ বলেছিলেন, হরভজন সিংকে জাতীয় দলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত সঠিক। ভারতের টেস্ট টিম থেকে গৌতম গম্ভীরকে বাদ দেওয়া নিয়ে যখন দেশজুড়ে আলোচনা, তখন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনে হচ্ছে জাতীয় নির্বাচকরা ভুল কিছু করেননি। সোমবার সিএবি-তে এসে সৌরভ বলে দিলেন, “গম্ভীর রানই পাচ্ছিল না। আর রান না পেলে বাদ তো পড়বেই।” কিন্তু গম্ভীর না থাকায় ভারতের ওপেনিং কিছুটা অনভিজ্ঞ হয়ে পড়ল না? দিল্লি ওপেনারের বদলি হিসেবে যিনি এলেন, সেই শিখর ধওয়ান কতটা কার্যকর হবেন? যা শুনে সৌরভের উত্তর, “সামনে আরও কঠিন সিরিজে নামতে হবে ধোনিদের। যা দেখার, অস্ট্রেলিয়া সিরিজেই দেখে নিতে হবে। আমি তো বলব, জুনিয়ররা এই সিরিজকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করুক।” আর গম্ভীরের জন্য তাঁর কী পরামর্শ? “ক্রিকেটটা রকেট সায়েন্স নয়। গম্ভীরকে রান করে ফিরতে হবে।”
First Published: Tuesday, February 12, 2013, 21:07