দক্ষিণ ২৪ পরগনা

দক্ষিণ ২৪ পরগনা

দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ সাব ডিভিশন - ৪ টি ব্লক

১। সাগর
২। নামমানা
৩। পাথরপ্রতিমা
৪। কাকদ্বীপ

ডায়মন্ড সাব ডিভিশন - ৯ টি ব্লক

১। মন্দির বাজার
২। কুলপি
৩। ফলতা
৪। মথুরাপুর ১
৫। মথুরাপুর ২
৬। ডায়মন্ড হারবার ১
৭। ডায়মন্ড হারবার ২
৮। মগরাহাট ১
৯। মগরাহাট ২

বজবজ ২ (২টি জেলা পরিষদের আসন সংখ্যা) সাতগাছিয়া বিধানসভার অধীনে
মোট ১১ টি গ্রাম পঞ্চায়েত। আগে জেলা পরিষদের আসন সংখ্যা ২টি ছিল, এখন ৩টি হয়েছে।
১। বুড়ুল (সি পি আই এম)
২। গজপোয়ালী (তৃণমূল)
৩। রানীয়া (সি পি আই এম)
৪। কামরা (তৃণমূল)
৫। নস্করপুর (তৃণমূল)
৬। সাতগাছিয়া (তৃণমূল)
৭। চকমানিক (তৃণমূল প্রধান, সি পি আই এম উপপ্রধান)
৮। উত্তর বাওয়ালি (তৃণমূল)
৯। দক্ষিণ বাওয়ালি (তৃণমূল)
১০। কাশিপুর আলামপুর (কংগ্রেস)
১১। ডোঙারিয়া রায়পুর (বি জে পি)

ইস্যু:
১। কৃষি সমস্যা
২। মৎস্যজীবিদের সমস্যা
৩। মন্দির বাজার, মথুরাপুর ১ ও ২ কৃষি ও মৎস্যচাষে সমস্যা
৪। ফলতা - কৃষি ও উন্নয়ন
৫। মগরাহাট - কৃষি
৬। চিটফান্ডের সমস্যা (নতুন)
৭। রাস্তাঘাটের বরাদ্দ টাকা নিয়ে দুর্নীতি।
৮। সরকারি যোজনার টাকা গরীবরা পায়নি।
৯। যারা ঘর পাওয়ার যোগ্য তারা পায়নি।
১০। পানীয় জলের সমস্যা দূর হয়নি।
১১। তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্বের ফলে উন্নয়ন স্থগিত।
১২। বিরোধী দলের সমর্থক গরীবরা ঘর ছাড়া।
১৩। রেশন কার্ড, বেকারভাতা সমস্যা।
১৪। সংখ্যালঘুদের দাবি মেটানো হয়নি।


First Published: Monday, July 8, 2013, 23:12


comments powered by Disqus