Last Updated: August 25, 2013 19:14

সংবাদ মাধ্যমের আলোচনাসভা প্রভাবিত করছে বিচারব্যবস্থাকে। সংবাদমাধ্যমের টকশো বিচারপতিদের প্রভাবিত করছে বলে তার ছাপ পড়ছে রায়ে। আজ এমনই মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
শাসকদলের অধ্যাপক সংগঠনের একটি সভায় স্পিকার বলেন, "মিডিয়া প্রতিদিন যে আলোচনামূলক অনুষ্ঠান করে তার মধ্যে বেশ কিছু বিচারাধীন বিষয় থাকে। বহু ছোট ছোট বিষয়কে মিডিয়া এমনভাবে হাইলাইট করে যে তা অনেক সময়ই বিচারপতিদের প্রভাবিত করে।" এবং এর ফলে বিচারপতিদের রায়ে তার প্রতিফলন দেখা যায় বলে দাবি বিধানসভার স্পিকারের।
First Published: Sunday, August 25, 2013, 19:14