Last Updated: December 5, 2013 19:35

২১ দিনের মধ্যেই ছাড়পত্র দেওয়া হবে শিল্প সংস্থাকে। রাজ্যে বিনিয়োগ বাড়াতে এই সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার একটি শিল্প সম্মেলনে জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য তথ্যপ্রযুক্তির প্রসার ঘটাতে খোলা হবে আই আই আই টি কেন্দ্রও। ওই কেন্দ্রটি তৈরি হবে কল্যাণীতে।
শিল্পের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন ও এক জানালা ব্যবস্থা চালু করার কথা আগেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ সেই রেশ ধরেই আজ পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, এবার শিল্পে একুশ দিনে ছাড়পত্র দেওয়া হবে৷ এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপও করা গ্রহণ করা হচ্ছে।
এদিকে মুখ্যমন্ত্রীর পর এবার পরিষদীয় মন্ত্রীর তোপের মুখে পড়লেন বিরোধীরা। বিরোধীশূন্য বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ইস্যু নয় এমন জিনিসকে ইস্যু বানাতে চাইছেন বিরোধীরা।
First Published: Thursday, December 5, 2013, 19:35