Last Updated: October 25, 2011 21:35

ভারত-ইংল্যান্ড ম্যাচে ইডেনে বসে খেলা দেখলেন মাত্র সাতাশ হাজার দর্শক। ইডেনে ভারতের ম্যাচে এটাই সবচেয়ে কম সংখ্যক দর্শক। ক্রিকেটের নন্দন কাননে ক্রিকেট মানেই কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উম্নাদনা,টিকিটের জন্য হাহাকার। এবার অবশ্য অন্য চিত্র। ধোনিদের দুরন্ত পারফরম্যান্সও মাঠে টানতে পারল না কলকাতার ক্রিকেটপ্রেমীদের। প্রথম ইনিংসে মাঠে বসে খেলা দেখেন মাত্র পঁচিশ হাজার দর্শক।পরে সেই সংখ্যা দাঁড়ায় সাতাশ হাজার।সাধারণ মানুষের জন্য চব্বিশ হাজার টিকিট থাকলেও, বিক্রি হয়েছে মাত্র পাঁচ হাজার সাতশো আটান্নটি টিকিট।
First Published: Tuesday, October 25, 2011, 21:35