গঙ্গায় থুতু ফেললে হতে পারে ৩ বছরের কারাবাস

গঙ্গায় থুতু ফেললে হতে পারে ৩ বছরের কারাবাস

গঙ্গায় থুতু ফেললে হতে পারে ৩ বছরের কারাবাস ক্ষমতায় আসার পরই গঙ্গা দূষণমুক্ত করার সংকল্প কাঁধে তুলে নিয়েছে মোদী সরকার। বিভিন্ন ভাবে গঙ্গার জল পরিষ্কার রাখার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। এবার গঙ্গায় থুতু বা অন্য কোনও বর্জ্য পদার্থ ফেলার শাস্তি স্বরূপ ৩ বছরের কারাবাস বা ১০ হাজার টাকা জরিমানা ঘোষনা করল কেন্দ্রীয় সরকার।

গত সপ্তাহে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী উমা ভারতী বলেন, "যখনই প্রয়োজন হবে গঙ্গা পরিষ্কার রাখার তাগিদে আমারা নতুন ভাবনা, পরিকল্পনা নিয়ে আসব। গঙ্গা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তবে এরকম ভাববেন না যে অন্য নদী নিয়ে আমারা পরিকল্পনা করছি না। গঙ্গা মডেল দিয়ে আমরা শুরু করতে চাই।"

First Published: Tuesday, June 10, 2014, 17:38


comments powered by Disqus