Last Updated: November 1, 2011 18:52

পাকিস্তানের এক সময়ের ক্যাপটেন সালমান বাট এবং বোলার মহাম্মদ আসিফ ইংল্যান্ডের সাথে টেস্ট ম্যাচে স্পট ফিক্সিং এর মামলায় দোষী সাব্যস্ত হলেন। লন্ডনের সাদার্ক ক্রাউন কোর্টে মঙ্গলবার জুরি সদস্যরা সলমন বাটকে প্রতারণার ষড়যন্ত্র এবং ঘুষ নেওয়ার ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করেন। এর ফলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে বাটের। মহম্মদ আসিফ প্রতারণার ষড়যন্ত্রে দোষী হলেও ঘুষ নেওয়ার ক্ষেত্রে নিশ্চিত হননি জুরি সদস্যরা। ফলে আসিফের সাজার সময়সীমা অপেক্ষাকৃত কম হতে পারে। অপর দুই অভিযুক্ত, ফাস্ট বোলার মহাম্মদ আমির এবং এজেন্ট মাজার মাজিদ এর আগেই আদালতের কাছে নিজের দায় স্বীকার করেছে। ২০১০ সালে ইংল্যান্ড সফরের সময় একটি সংবাদমাধ্যমের স্ট্রিং অপারেশনে একটি শক্তিশালী বেটিং চক্রের সাথে পাকিস্তানের এই তিন খেলোয়ারের নাম জড়িয়ে পড়ে। এর পরে এই ঘটনার তদন্তে নামে স্কটল্যান্ড ইয়ার্ড। বিচারপতি কুক এই সপ্তাহের মধ্যেই দোষীদের সাজা ঘোষণা করবেন।
First Published: Tuesday, November 1, 2011, 18:52