Sradha tmc mannan

সারদাকাণ্ডের সিবিআই তদন্তের পর মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল: মান্নান

সারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশের পর মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী। আজ এই অভিযোগ করেন কংগ্রেস নেতা আবদুল মান্নান। তাঁর অভিযোগ, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র সুপ্রিম কোর্টের রায় নিয়ে ভুল তথ্য দিচ্ছেন, মান্নানের অভিযোগ, সুপ্রিম কোর্ট সিটের প্রশংসা করেছেন বলে যা বলা হচ্ছে তা সর্বৈব মিথ্যা।

একই সঙ্গে তাঁর দাবি সারদা কাণ্ডে সিবিআই তদন্তের বিরোধিতা করতে গিয়ে রাজ্য সরকারে কত খরচ করেছে তার হিসেব দিক সরকার।

First Published: Saturday, May 10, 2014, 22:08


comments powered by Disqus