এসআরএফটিআই বিশ্ববিদ্যালয়ে স্তরে উত্তরণে খুশি রাজ্য

এসআরএফটিআই বিশ্ববিদ্যালয়ে স্তরে উত্তরণে খুশি রাজ্য

এসআরএফটিআই বিশ্ববিদ্যালয়ে স্তরে উত্তরণে খুশি রাজ্য সত্যজিত্‍ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটকে জাতীয় জাতীয় উত্কর্ষ কেন্দ্রে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেটে। গুরুত্ব দেওয়া হবে অ্যানিমেশন, গেমিং, এবং স্পেশাল এফেক্ট শিক্ষায়। বাজেট বক্তৃতায় একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই ঘোষণায় খুশি এসআরএফটিআইয়ের ছাত্র, শিক্ষক প্রত্যেকে।

আড়াই বছর আগেই বিশ্ববিদ্যালয় স্তরে স্বীকৃতি চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন সত্যজিত্‍ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তবে সরকারি লাল ফিতের ফাঁসে আটকে ছিল স্বীকৃতী। বৃহস্পতি বাজেটে এসআরএফটিআই এবং পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটকে উন্নীত করার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এতদিন পর্যন্ত শুধু ডিপ্লোমা করা যেত এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার ছাত্রদের ডিগ্রি প্রদান করতে পারবে এসআরএফটি আই। স্বভাবতই উচ্ছ্বসিত ছাত্র থেকে প্রতিষ্ঠানের অধিকর্তা সকলে।

জাতীয় উত্কর্ষ কেন্দ্রে উন্নীত হলে শুধু দেশ হয় আন্তর্জাতিক মানচিত্রেও এই শিক্ষা প্রতিষ্ঠানটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা ছাত্রছাত্রীদের।

First Published: Friday, July 11, 2014, 23:53


comments powered by Disqus