Sri Lanka lift maiden T20 World Cup

ভারতকে হারিয়ে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

Tag:  Srilanka India T-20
ভারতকে হারিয়ে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা। রবিবার মীরপুরে ভারতকে ছয় উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন মাহেলারা। ২০০৭র পুনরাবৃত্তি ঘটলনা মীরপুরে র বাইশগজে। শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারল ভারত। শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করলেন সাঙ্গাকারা। এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ভারত চার উইকেটে একশো ৩০ রান করে।

এই ম্যাচেও ব্যাট হাতে অনবদ্য ছিলেন বিরাট কোহলি। তিনি ৫৮ বলে সাতাত্তর রান করেন। কোহলি ছাড়া ব্যাট হাতে রান পান একমাত্র রোহিত শর্মা। রোহিত ২৯ রান করেন। কিন্তু যুবরাজের জঘন্য পারফরম্যান্স ভারতের স্কোরবোর্ডকে সচল রাখতে ব্যর্থ হয়। ১৩১ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে মাত্র চার উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা।প্রথমে দিলশান ও পেরেরাকে হারিয়ে চাপে পড়ে যাওয়া শ্রীলঙ্কাকে টেনে তোলেন জয়বর্ধনে ও সাঙ্গাকারা। ২৪ রানে জয়বর্ধনে আউট হওয়ার পর ক্রমশ আস্কিং রানরেট বাড়তে থাকে শ্রীলঙ্কার।

অমিত মিশ্র ও অশ্বিনের দুটি ওভারেই সাঙ্গাকারার বিধ্বংসী ব্যাটিং ভেঙে দেয় ভারতীয় ক্রিকেটারদের মনোবল। সাঙ্গাকারার দুর্ধর্ষ বাহান্ন রানের সৌজন্যে ধোনিদের রানার্স হয়েই সন্তুষ্ট হয়ে থাকতে হল মীরপুরে। আর শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচকে স্মরণীয় করে রাখলেন কুমারা সাঙ্গাকারা।

First Published: Sunday, April 6, 2014, 22:31


comments powered by Disqus