Last Updated: October 31, 2011 16:13

আন্না হাজারের পক্ষ নিয়ে কংগ্রেস নেতৃত্বের সমালোচনার লক্ষ্য হয়েছেন ইতিমধ্যেই। এবার সোনিয়া-রাহুলদের চাপে ফেলতে উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগে দুর্নীতিবিরোধী যাত্রা শুরু করার কথা ঘোষণা করলেন শ্রী শ্রী রবিশঙ্কর। `আর্ট অফ লিভিং` খ্যাত আধ্যাত্মিক গুরু জানিয়েছেন, আগামী মাসের ৭-১০ তারিখ গোবলয়ের হৃদয়পুরে এই দুর্নীতি বিরোধী যাত্রা করবেন তিনি। কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আমেঠি, সুলতানপুর, কানপুর, জৌনপুর, শোনভদ্রা জেলায় হবে শ্রী শ্রী রবিশঙ্করের এই যাত্রা। আগামী বছরের এপ্রিলে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। ফলে রবিশঙ্করের এই ঘোষণায় রক্তচাপ বেড়েছে কংগ্রেস হাইকম্যান্ডের।
First Published: Monday, October 31, 2011, 16:13