Last Updated: September 28, 2012 20:57

প্রথমবারের জন্য এক মঞ্চে নাচলেন মাধুরী ও শ্রীদেবী। কালার্সের অনুষ্ঠান `ঝলক দিখলা জা`-র মঞ্চে পা নাচের তালে পা মেলালেন `ধক ধক গার্ল` ও `চাঁদনি`। গোলপি শাড়িতে ফেরারি টেল-এর রাজকুমারীর মতো ঝলকের মঞ্চে বিচরণ করেন ৪৯ বছরের ভূবনমোহিনী।
নিজের কামব্যাক ছবি `ইংলিশ ভিংলিশ`-এর প্রোমোশনে এদিন ঝলকে এসেছিলেন শ্রীদেবী। মাধুরীর ছবির গান `ধক ধক করনে লাগা`র সঙ্গে নাচলেন শ্রীদেবী। আর অন্যদিকে শ্রদেবীর হিট গান `মেরে হাথো মে নও নও চুড়িয়া`র সঙ্গে মাধুরীর নাচের ঝলক মুগ্ধ করে দর্শকদের।
তেরো বছর পর গৌরি শিণ্ডের ছবি ইংলিশ ভিংলিশ দিয়ে অভিনয়ে ফিরছেন শ্রীদেবী। এরমধ্যেই টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে অভিনয়ের জন্য ১০ মিনিট দর্শকদের স্ট্যান্ডিং ওভেশনও আদায় করে নিয়েছেন তিনি। আগামী ৫ অক্টোবর ভারতে মুক্তি পাচ্ছে `ইংলিশ ভিংলিশ`। আর ঝলকের এপিসোড টেলিকাস্ট হবে ৩০ সেপ্টেম্বর।
First Published: Friday, September 28, 2012, 20:57