Last Updated: June 24, 2013 18:39

প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধীর সফরের আগের দিন কাশ্মীরে সেনা কনভয়ে বড়সড় হামলা চালাল জঙ্গিরা। হামলায় আট সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। শ্রীনগরের বেমিনা এলাকায় এই হামলায় জখম হয়েছেন আরও ছয় জওয়ান। হামলার দায় স্বীকার করেছে হিজবুল মুজাহিদিন। সরকারি তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জঙ্গি হামলা সত্বেও প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর কাশ্মীর সফর বাতিল হচ্ছে না ।
দুদিনের মধ্যে নিরাপত্তার বাহিনীর ওপর দ্বিতীয় হামলা চালাল জঙ্গিরা। দুদিন আগেই শ্রীনগরে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে দুই পুলিসকর্মীর। সোমবার শ্রীনগরের বেমিনা এলাকায় সেনা কনভয়ে রাস্তার দুদিক থেকে হামলা চালায় জঙ্গিরা। কনভয় লক্ষ্য করে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। মৃত্যু হয় বেশ কয়েক জন জওয়ানের।
মঙ্গলবার কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। তার আগের দিনই হামলা চালাল জঙ্গিরা। হামলার ফলে অবশ্য তাঁদের সফরসূচির কোনও পরিবর্তন হচ্ছে না।
First Published: Monday, June 24, 2013, 21:46