Last Updated: September 24, 2013 21:21

ফের বোর্ড সভাপতি পদে বসার জন্য এখন আদালতের দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই শ্রীনিবাসনের। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় শ্রীনির প্রতিনিধিত্ব নিয়ে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আদিত্য বর্মা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সেই মামলার শুনানি শুক্রবার হবে বলে জানিয়েছে আদালত।
বোর্ডের এজিএমের মাত্র দুদিন আগে শুনানি হওয়ায় বিপাকে পড়েছেন শ্রীনি। বিসিসিআই-এর সভাপতি পদে বসা নিয়ে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিলেন এন শ্রীনিবাসন। কিন্তু জামাই গুরুনাথ মেয়াপ্পনকে চার্জশিটে মুম্বই পুলিস অভিযুক্ত করার পর কিছুটা ব্যাকফুটে চলে যান শ্রীনি। কিন্তু তখনও তিনি নিশ্চিত ছিলেন তাঁর এজিএমে যাওয়া কেউ আটকাতে পারবে না।
সোমবার সুপ্রিম কোর্টে আদিত্য বর্মার করা মামলার জেরে আরও চাপে পড়ে গেলেন শ্রীনি। মামলা গ্রহন করে তাঁর উপর সেই চাপ আরও বাড়িয়ে দিয়েছে আদালত। কারন বোর্ডের বার্ষিক সাধারণ সভা রবিবার। কিন্তু শুক্রবার সেই মামলার শুনানি হবে। সেই দিন আদালতের রায়ের উপরই নির্ভর করছে শ্রীনিবাসনের বোর্ডের সভায় যোগ দেওয়া।
First Published: Tuesday, September 24, 2013, 21:21