Last Updated: May 28, 2012 21:41

ফাইনাল জিতেই ক্ষমা চাইলেন শাহরুখ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রুদ্ধাশ্বাস ম্যাচে জয়ের পরে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল কিং খানকে। আনন্দ, উচ্ছাসের মাঝেই ওয়াংখেড়ে কাণ্ডের জন্য একরাশ অনুশোচনাও প্রকাশ করেন কিং খান।
গত ১৬ তারিখ ম্যাচ শেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমসিএ-র কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন শাহরুখ খান। ইতিমধ্যেই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন ৫ বছরের জন্য শাহরুখের স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধও করেছে। মঙ্গলবার ম্যাচ শেষে বিজয়োত্সবের মধ্যেই সপরিবারের ওয়াংখেড়েকাণ্ডের জন্য ক্ষমা চান কেকেআর মালিক। নিরাপত্তারক্ষীদের সঙ্গে অভব্য আচরণের জন্য নিজের সন্তানদের কাছে ক্ষমা চান তিনি।
First Published: Monday, May 28, 2012, 21:48