জন্মাষ্টনমীতেও মহিলা নিরাপত্তাই চিন্তা `গোবিন্দা` শাহরুখের

জন্মাষ্টনমীতেও মহিলা নিরাপত্তাই চিন্তা `গোবিন্দা` শাহরুখের

জন্মাষ্টনমীতেও মহিলা নিরাপত্তাই চিন্তা `গোবিন্দা` শাহরুখেরজন্মষ্টমীর দিনও শাহরুখের মুখে শোনা গেল মহিলা নিরাপত্তার কথাই। এ দিন মুম্বইয়ের একটি বিখ্যাত দহি হান্ডিতে শাহরুখ `গোবিন্দা` সাজেন। মানুষের পিরামিডের ওপর উঠে ভাঙেন দহি হান্ডি। মারাঠি গান আর নিজের ছবির জনপ্রিয় সংলাপে মাতিয়ে দেন জন্মাষ্টমী।

তবে সবকিছুর মধ্যেই ছিল দেশের মহিলাদের নিরাপত্তা নিয়ে দুঃশ্চিন্তাও। কিছুদিন আগেই মুম্বইতে ঘটে গিয়েছে গণধর্ষণের মত ঘটনা। তাই জন্মাষ্টমীর দিন শাহরুখ বললেন, আমাদের মনে রাখা উচিত মহিলাদের ও তাঁদের পরিবারকে আমাদের সম্মান করা উচিত।

এ দিন হাজার মানুষের সমাবেশ হয়ছিল শাহরুখের দহি হান্ডিতে। মনে হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের পর আম জনতার হৃদয়ে আরও গভীর জায়গা করে নিয়েছেন শাহরুখ।

First Published: Thursday, August 29, 2013, 20:18


comments powered by Disqus