ফারুক সাহাবের সঙ্গে সময় কাটানো হল না শাহরুখের, বোমানের সঙ্গে শুটিংয়ে এলেন না ফারুক

ফারুক সাহাবের সঙ্গে সময় কাটানো হল না শাহরুখের, বোমানের সঙ্গে শুটিংয়ে এলেন না ফারুক

ফারুক সাহাবের সঙ্গে সময় কাটানো হল না শাহরুখের, বোমানের সঙ্গে শুটিংয়ে এলেন না ফারুকশনিবারই তাঁর সঙ্গে শুটিং করার কথা ছিল অভিনেতা বোমান ইরানির। কিন্তু তাঁর আগেই চলে গেলেন ফারুক শেখ। ইয়ঙ্গিস্তান ছবিতে একসঙ্গে কাজ করছিলেন তাঁরা।

ফারুক শেখের মৃত্যুর খবরে দুঃখপ্রকাশ করে বোমান টুইট করেন, "গত মাসেই ওঁর সঙ্গে শুটিং করেছি। আজ ইন্দোরে দেখা হওয়ার কথা ছিল। অলবিদা ফারুক সাব।"

১৯৯৩ সালে ফারুক শেখের সঙ্গে মায়া মেমসাব ছবিতে কাজ করেছিলেন শাহরুখ। তাঁর সঙ্গে বেশি সময় না কাটাতে পারার জন্য দুঃখ করলেন শাহরুখও। টুইট করেন, "আমার জীবনের সবথেকে বড় অনুশোচনা থেকে যাবে যে আপনার সঙ্গে কখনও সময় কাটানো হল না। আমি আপনাকে অনুরোধ করেছিলাম। আরও আগে করা উচিত ছিল। আমি দুঃখিত।"





First Published: Saturday, December 28, 2013, 23:29


comments powered by Disqus