Last Updated: December 16, 2013 17:50

বলিউডের বাদশা এবার সত্যিই আসছেন সারপ্রাইজ প্যাকেজ হিসেবে। তিনি নিজেই নিজের ফ্যান! তা-ও আবার যশরাজ ব্যানারে! কাণ্ডটা ঘটল কী করে? প্রোমোশন না ডিমোশন? আসলে পরিচালক মণীশ শর্মা ছোটবেলা থেকেই শাহরুখ খানের ফ্যান। সুপারস্টারের ফ্যান হলে ভক্তের কী অবস্থা হয় তা মর্মে মর্মে উপলব্ধি করে গল্পটি লিখে ফেলেছেন। নাম দিয়েছেন, ফ্যান। আর তিনি এটাই ঠিক করেছিলেন যে, চরিত্রটি তিনি বাদশা-কে দিয়েই করাবেন।
এ সব প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং কিং খানই। “এ পর্যন্ত যেসব চরিত্রে অভিনয় করেছি আমি, সে সবই আমার তৈরি করা চরিত্র। এই প্রথম এমন একটা চরিত্র পেলাম যা আসলে আমাকে তৈরি করেছে...”
এ ছবির চিত্রনাট্য লিখেছেন হাবিব ফয়জল। ২০১৪ সালের মে মাস থেকে শুরু হবে এই ছবির শুটিং।
First Published: Monday, December 16, 2013, 17:50