Last Updated: August 14, 2013 12:04

আজ রাত ৯টায় ভক্তদের মাঝে থাকবেন শাহরুখ। ওই সময় ফেসবুকে অনলাইন পাওয়া যাবে তাঁকে। চেন্নাই এক্সপ্রেস নিয়ে ভক্তদের হাজারো প্রশ্নের উত্তর দেবেন তিনি। সঙ্গে থাকবেন চেন্নাই এক্সপ্রেসের পরিচালক রোহিত শেঠিও। এই প্রথমবার ভক্তদের জন্য ফেসবুকে লাইভ চ্যাটে আসছেন বলিউড বাদশা।
শাহরুখের সঙ্গে কথা বলুন facebook.Com/iamsrk তে। অনলাইন আসা প্রসঙ্গে শাহরুখ বলেন, আমি চেন্নাই এক্সপ্রেস নিয়ে আমার অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে উত্সাহী। আমি ছবি প্রসঙ্গে তাদের যে কোনও প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।
গত শুক্রবার মুক্তি পেয়েছে শাহরুখ, দীপিকা অভিনীত চেন্নাই এক্সপ্রেস। মাত্র ৩ দিনেই বক্সঅফিসে ১০০ কোটির ব্যবসার রেকর্ডও পকেটে পুরে ফেলেছে শাহরুখ এক্সপ্রেস।
First Published: Wednesday, August 14, 2013, 12:04