ফ্রেঞ্চ ম্যাগাজিনের কভারে কিং খান

ফ্রেঞ্চ ম্যাগাজিনের কভারে কিং খান

ফ্রেঞ্চ ম্যাগাজিনের কভারে কিং খান কিছুদিন আগেই টাইম ম্যাগাজিনের কভার পেজে এসেছিলেন আমির খান। এবারে ফরাসি ম্যাগাজিনের কভার পেজে এলেন কিং খান। গ্রে অ্যান্ড ব্ল্যাক শার্ট, ডিজাইনার ট্রাউজারে `প্যারিস ম্যাচ` ম্যাগাজিনের কভারে পোজ দিয়েছেন শাহরুখ।

"আপনারা যদি ফরাসি ভাষা জানেন, আমাকে প্লিজ বলে দিন কভার পেজে কী লেখা আছে...আমার নাম ছাড়া...ধন্যবাদ"। ভক্তদের উদ্দেশ্যে এভাবেই টুইট করেছেন কভার পেজ মডেল।

আপাতত জব তক হ্যায় জানের সাফল্য উপভোগ করছেন বলিউড বাদশা। ভারতের পর এবার পাকিস্তানেও রিলিজ করতে চলেছে এসআরকের নতুন ছবি।

First Published: Friday, November 16, 2012, 15:26


comments powered by Disqus