Last Updated: November 11, 2013 16:10

রবিবারই কলকাতায় ১৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনে এসেছিলেন শাহরুখ খান। মুখ্যমন্ত্রীর ব্যবহারে মুগ্ধ শাহরুখ ফিরেই টুইট করলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সময় কাটানো `দারুণ` ব্যাপার।
"কলকাতায় খুব আনন্দে, অসাধারণ সময় কেটেছে। মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে মনে হয় এনার্জির আবর্তে রয়েছি," লিখেছেন শাহরুখ। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসডরও শাহরুখ। এখনও চেন্নাই এক্সপ্রেসের ঘোরে রয়েছেন বলিউড বাদশা। এই মুহূর্তে দীপিকা পাডুকোনের বিপরীতে ফারহা খান পরিচালিত `হ্যাপি নিউ ইয়ার` ছবির শুটিং-এ ব্যস্ত শাহরুখ। ২০১৪-র শুরুতেই মুক্তি পাবে `হ্যাপি নিউ ইয়ার।`
রবিবার ১৯তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন।
First Published: Monday, November 11, 2013, 16:10