Last Updated: March 3, 2014 23:13

আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন শাহরুখ খান। তবে এখনও পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। অস্ত্রপচার এড়ানো গেলেও এন্ডোস্কোপি করাতে হবে তাঁকে।
পয়লা মার্চ আইআইএ লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন কেমন আছেন তিনি। উত্তরে শাহরুখ বলেন, ""আমাকে এখন এন্ডোস্কোপি করাতে হবে। ইনসাল্লাহ আমাকে অস্ত্রপচার করাতে হচ্ছে না। কিন্তু এন্ডোস্কোপি করাতেই হবে।`` গত ২৩ জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার ছবির সেটে কাঁধে চোট পান শাহরুখ। বাঁ হাঁটুর প্যাটেলার টেনডনও ভেঙে যায়। দু-তিন সপ্তাহ তাঁকে বিশ্রাম থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিত্সকরা।
যদিও শাহরুখ এখনই কাজে ফিরেছেন। তবে ভারী কোনও কাজ বা বেশি পরিশ্রম এখনই করছেন না তিনি। বলেন, ""আমি এখন ঠিক আছি। শুধু আরও কিছুদিন সাবধানে থাকতে হবে। তারপর শরীরচর্চা শুরু করতে পারব। পরের মাস থেকেই হয়তো অনেকটা সুস্থ হয়ে যাব। আমি শুটিং শুরু করে দিয়েছি। কিন্তু এখনই অ্যাকশন নয়।``
টেম্পটেশন রিলোডেড ২০ ১ ৪ উপলক্ষে কুয়ালা লামপুরে গিয়েছিলেন শাহরুখ।
First Published: Monday, March 3, 2014, 23:13