Last Updated: December 13, 2013 18:15

এবছরও ফোর্বস ইন্ডিয়ার সেরা ১০০ ভারতীয় তারকার তালিকায় শীর্ষ স্থানে রইলেন শাহরুখ খান। শাহরুখের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, তৃতীয় স্থানে সলমন খান, চতুর্থ স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর, পঞ্চম স্থানে রয়েছেন অমিতাভ বচ্চন।
তালিকায় সর্বকনিষ্ঠ সদস্য ভারতের সহঅধিনায়ক বিরাট কোহলি। সেরা দশের তালিকায় একমাত্র মহিলা ক্যাটরিনা কাইফ। সেরা দশের তালিকা-
১- শাহরুখ খান
২- মহেন্দ্র সিং ধোনি
৩- সলমন খান
৪- সচিন তেন্ডুলকর
৫- অমিতাভ বচ্চম
৭- বিরাট কোহলি
৯- ক্যাটরিনা কাইফ
তালিকায় বেশ ধাক্কা খেয়েছেন বীরেন্দ্র সেওয়াগ, করিনা কপূর। গত বছর করিনার স্থান ১৩। এবছরে সেই স্থান এসে দাঁড়িয়েছে ২৩-এ। নতুন নাম হিসেবে তালিকায় এসেছেন রবীন্দ্র জাদেজা (২৮), শিখর ধাওয়ান (৩৯), কমল হাসান (৪৭), শঙ্কর-এহসান-লয় (৫২), রনবীর সিং (৬৬), প্রকাশ ঝা (৬৭), শ্রীদেবী (৭৩), নভজ্যোত্ সিং সিধু (৮১)।
গত বছর তালিকায় স্থান পেলেও এবারে বাদ পড়েছেন অজিত কুমার, অশ্বিন সংঘি, বোমান ইরানি, এষা গুপ্তা ও গগন নারাং। ১ অক্টোবর ২০১২ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত প্রিন্ট, টেলিভিশন, ইন্টারনেটে সেলেব্রিটিদের অর্থ পরিমান ও যশের নিরিখে তৈরি হয় এই তালিকা।
First Published: Friday, December 13, 2013, 18:15