Last Updated: February 25, 2014 16:01

চাকরি লাগাতার ২০দিনের অনশন। তার চাপে পড়ে চতুর্থ দফার কাউন্সেলিংয়ের প্রতিশ্রুতি দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। কিন্তু তাতেও জট পুরো কাটল না। এসএসসির চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য আজ আন্দোলনরত পরীক্ষার্থীদের অনশন তুলে নিতে অনুরোধ করেন। ১৫০০ শূন্য পদ পূরণের জন্য, সোমবার চতুর্থ দফার কাউন্সেলিং হবে বলে জানান তিনি। সেখানে বেশিরভাগ অনশনকারী ছেলেমেয়েদেরই ডাকা হবে বলে আশ্বাস দেন তিনি। কিন্তু আন্দোলনকারীদের দাবি, প্যানেলভুক্ত সাড়ে তিন হাজার প্রার্থীকেই চাকরি দিতে হবে।
আজ বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র অনশনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করেন। সরকার সহনাভূতিশীল হলে ছাত্র-ছাত্রীদের অনশন তুলে নিতে অনুরোধ করেন সূর্যকান্ত বাবু। তবে অনশনরত ছাত্র-ছাত্রীদের সঙ্গে মাওবাদী যোগাযোগের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা।
অন্যদিকে, বিরোধী দলনেতার অনুরোধ মেনে ছাত্র-ছাত্রীদের ৮সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
First Published: Tuesday, February 25, 2014, 16:01