এসএসসি চেয়ারম্যানের মোবাইল বিতর্ক গড়াল বিধানসভায়, ক্ষুব্ধ ব্রাত্য বসু

এসএসসি চেয়ারম্যানের মোবাইল বিতর্ক গড়াল বিধানসভায়, ক্ষুব্ধ ব্রাত্য বসু

এসএসসি চেয়ারম্যানের মোবাইল বিতর্ক গড়াল বিধানসভায়, ক্ষুব্ধ ব্রাত্য বসুচব্বিশ ঘণ্টার খবরের জের। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রদীপ শূরের মোবাইল কেনা নিয়ে বিতর্ক গড়াল বিধানসভা পর্যন্ত। প্রশ্নের মুখে পড়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, নিয়মবহির্ভূতভাবে মোবাইলটি কেনা হয়ে থাকলে টাকা ফেরত দিতে হবে এসএসসি চেয়ারম্যানকে।

মোবাইল-কাণ্ডে শিক্ষামন্ত্রী যে স্পষ্টতই ক্ষুব্ধ তা পরিস্কার হয়ে যায় খোদ ব্রাত্য বসুর মন্তব্যেই। তিনি এও বলেন, কে কীভাবে টাকা খরচ করবে, তা বিবেকের বিষয়।

গত ২৬ শে নভেম্বর আমরাই প্রথম দেখিয়েছিলাম, কীভাবে স্কুল সার্ভিস কমিশনের ফান্ডের টাকা নয়ছয় করে নিজের শখ মিটিয়েছেন এসএসসি চেয়ারম্যান প্রদীপ শূর। দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যে এসএসসি-র ফান্ডের টাকায় বহুজাতিক সংস্থার লেটেস্ট মডেলের একটি মোবাইল কিনেছেন তিনি। যার দাম প্রায় সাতচল্লিশ হাজার টাকা। আজ বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই ইস্যু তোলেন বিরোধীরা। তদন্ত কমিটি বিষয়টি দেখছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

First Published: Monday, December 2, 2013, 13:53


comments powered by Disqus