বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত ওয়েবসাইটে এসএসসি টেট-এর ফর্ম দেওয়া শুরু করল এসএসসি কর্তৃপক্ষ

বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত ওয়েবসাইটে এসএসসি টেট-এর ফর্ম দেওয়া শুরু করল এসএসসি কর্তৃপক্ষ

Tag:  SSC Website TET
বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত ওয়েবসাইটে এসএসসি টেট-এর ফর্ম দেওয়া শুরু করল এসএসসি কর্তৃপক্ষরাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়ে শেষপর্যন্ত ওয়েবসাইট মাধ্যমে ফর্ম দেওয়ার সিদ্ধান্ত নিল এসএসসি কর্তৃপক্ষ। আজ বিকেল থেকেই ওয়েবসাইটে এসএসসির টেট পরীক্ষার ফর্ম পাওয়া যাবে বলে জানানো হয়। ১১ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম ডাউনলোড করা যাবে।

এদিকে আজই এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন জনৈকা নীলিমা তাঁতি। আগামিকাল ওই মামলার শুনানি।ডাকঘর থেকে ফর্ম বিলির কথা ছিল। কিন্তু ফর্মের অভাব। দীর্ঘ প্রতীক্ষার পর ফর্ম না পাওয়া। এই নিয়ে ক্রমেই অসন্তোষ দানা বাঁধতে থাকে। বৃহস্পতিবার রাজ্যের জায়গায় জায়গায় বিক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীরা।

রায়গঞ্জের মুখ্য ডাকঘরে ৪০০ ফর্ম বিলির কথা ছিল। অভিযোগ আড়াইশো ফর্ম বিলি করার পরেই বন্ধ হয়ে যায় ডাকঘর। প্রতিবাদে ডাকঘরে ভাঙচুর চালান ফর্মের জন্য প্রতীক্ষায় থাকা চাকরি প্রার্থীরা । ঘণ্টা দেড়েক বিধান চন্দ্র রায় সরণি অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

উত্তর দিনাজপুরের ইটাহার থানার দুর্গাপুরে ফর্ম দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। কলকাতা থেকে বালুরঘাট হয়ে ফর্ম আসার কথা ছিল। কিন্তু আসেনি । প্রতিবাদে সাড়ে তিন ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ হয়। অবরোধে আটকে পড়েন ইটাহারের বিধায়ক এবং বিভাগীয় সচিব। বিধায়ককে ঘিরেই বিক্ষোভ দেখান অবরোধকারীরা।

ফর্ম না পেয়ে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বিভিন্ন ডাকঘরে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। বাদুড়িয়ার কাটিয়াহাট ডাকঘরে কর্মীদের তালাবন্ধ করে চলে বিক্ষোভ। ফর্ম শেষ হয়ে যাওয়ার কারণেই ফর্ম বিলি সম্ভব হচ্ছে না বলে দাবি ডাকঘর কর্তৃপক্ষের।

ফর্ম না পাওয়ার প্রতিবাদে ক্যানিংয়ের তালদির ডাকঘরে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। জয়নগরের দক্ষিণ বারাসতেও বিক্ষোভে সামিল হন চাকরি প্রার্থীরা।

বিতর্ক ঠেকাতে শেষপর্যন্ত বৃহস্পতিবার বিকেল থেকে ওয়েবসাইটে ফর্ম বিলির সিদ্ধান্ত নেয় এসএসসি কর্তৃপক্ষ।

এদিকে বৃহস্পতিবারই এসএসসির নতুন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে একটি মামলা করা হয়। হাইকোর্টে মামলাটি করেন জনৈকা নীলিমা তাঁতি। বর্তমান প্যানেল সম্পূর্ণ না করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ কেন করা হল সেবিষয়ে প্রশ্ন তোলা হয়। দেড় বছর পর্যন্ত প্যানেলের মেয়াদ থাকা সত্ত্বেও কেন নতুন বিজ্ঞপ্তি দেওয়া হল তোলা হয় সে প্রশ্নও। বিচার বিভাগ এসএসসি নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না বলে নতুন বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে বলেও দাবি আবেদনকারীর। কেন এই শর্ত তা নিয়েও প্রশ্ন তোলেন আবেদনকারী।


First Published: Thursday, February 6, 2014, 22:46


comments powered by Disqus