এসএসসির ফর্ম বিলি চূড়ান্ত বিভ্রান্ত- হয়রানি, নাকাল চাকরিপ্রার্থীরা

এসএসসির ফর্ম বিলি চূড়ান্ত বিভ্রান্ত- হয়রানি, নাকাল চাকরিপ্রার্থীরা

এসএসসির ফর্ম বিলি চূড়ান্ত বিভ্রান্ত- হয়রানি, নাকাল চাকরিপ্রার্থীরাহাওড়ায় এসএসসির ফর্ম বিলি নিয়ে চলছে চূড়ান্ত বিভ্রান্ত এবং হয়রানি। ফর্ম নিতে পোস্ট অফিসে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন চাকরিপ্রার্থীরা। আজ সকাল থেকে হাওড়ার বাগনান, সাঁতরাগাছি, ডোমজুড়, জগত্‍বল্লভপুর সহ বিভিন্ন এলাকায় এক ছবি ধরা পড়েছে। সকাল থেকে পোস্ট অফিসগুলির বাইরে লম্বা লাইন পড়ে যায়।

কিন্তু একটি ফর্মও পাননি পরীক্ষার্থীরা। দীর্ঘসময় অপেক্ষার পরও কোনও ফল না হওয়ায় বিক্ষোভ শুরু হয়। পোস্ট অফিসের কর্মীদের সঙ্গেই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তাঁরা। গত সোমবার শুধুমাত্র হাওড়া পোস্ট অফিস থেকে এসএসসি-র ফর্ম বিলি হয়েছিল। তবে চাকরি প্রার্থীদের লাইন এতটাই লম্বা ছিল, যে অনেকেই সেদিন ফর্ম পাননি। এরপর আজ সকাল থেকে জেলার একাধিক পোস্ট অফিস থেকে ফর্ম দেওয়ার কথা থাকলেও তা পাওয়া যাচ্ছে না।

First Published: Wednesday, February 5, 2014, 12:50


comments powered by Disqus