এসএসসি জট কাটল হাইকোর্টে

এসএসসি জট কাটল হাইকোর্টে

এসএসসি জট কাটল হাইকোর্টেএসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা কাটল। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।

টেট পরীক্ষার প্রশ্ন উত্তরে ভুল আছে বলে কিছুদিন আগে হাইকোর্টে মামলা করেন এক পরীক্ষার্থী। সেই মামলার শুনানির সময় আদালত একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে এবিষয়ে নিজেদের মতামত দিতে বলে।  রায়ে বলা হয় গোটা প্রক্রিয়া চলার জন্য ৩১ মার্চ পর্যন্ত এস এস সি-র নিয়োগ সংক্রান্ত সব প্রক্রিয়া বন্ধ থাকবে। 

রায়ের বিরুদ্ধে এরপরেই ডিভিশন বেঞ্চে যায় এস এস সি কর্তৃপক্ষ। আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের বিশেষজ্ঞ কমিটি তৈরির নির্দেশ খারিজ করে দেয়. ফলে একত্রিশে মার্চ পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে যে স্থগিতাদেশ ছিল তাও খারিজ হয়ে যায়





First Published: Thursday, February 21, 2013, 15:12


comments powered by Disqus