Last Updated: September 25, 2013 10:57

প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত ফলাফল। বেলা ১২ টায় সাংবাদিক সম্মেলনে চূড়ান্ত ফল ঘোষণা করেন কমিশন সভাপতি। কমিশনের নিজস্ব ওয়েবসাইটে বিকেল চারটের পর থেকে ফলাফল জানতে পারেন পরীক্ষার্থীরা।
ওয়েবসাইটগুলি হল...
www.westbengal.ssc.com
এবং ...www.wbresult.nic.in
এসএমএসেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
Sms করতে হবে wbssc<space>roll no
লিখে পাঠাতে হবে 54242 এই নম্বরে।
লিখিত পরীক্ষার প্রায় ১৪ মাস পর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল। এর আগে দু দফায় ফলপ্রকাশের পর পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছিল পরীক্ষার্থীদের। কমিশনের দাবি, পুজোর ছুটির পরেই ৩০ হাজার প্রার্থীর হাতে নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে।
First Published: Wednesday, September 25, 2013, 14:00