এসএসকেএমে নিষিদ্ধ আয়ারা

এসএসকেএমে নিষিদ্ধ আয়ারা

এসএসকেএমে নিষিদ্ধ আয়ারাআয়াদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার রাতে হাসপাতালের তরফে একটি নোটিস জারি করে বলা হয়, এখন থেকে হাসপাতালে আর আয়ারা কাজ করতে পারবেন না। এমনকী তাদের জন্য নির্দিষ্ট হাসপাতালের ঘরও ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নানা সময়ে আয়াদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল রাজ্যের একমাত্র সুপার স্পেশ্যালিটি সরকারি হাসপাতালে। সেই অভিযোগের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত যে পুনর্বিবেচনা করা হবে না তাও স্পষ্ট করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে কোন ও রোগীর পরিবার চাইলে আয়া রাখতে পারেন বলে জানানো হয়েছে হসপাতালের তরফে। তবে সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও দায়িত্ব থাকবে না বলে নির্দেশে জানানো হয়েছে। 





First Published: Tuesday, May 15, 2012, 13:55


comments powered by Disqus