Last Updated: June 21, 2014 21:24
এসএসকেএমে এমবিবিএসের পঞ্চম বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষায় প্রহসন। ইনভিজিলেটরের সামনেই পরীক্ষা হলে গার্ড-এর ভূমিকায় তৃণমূল ছাত্র পরিষদ নেতারা। চব্বিশ ঘণ্টার স্টিং অপারেশনের জেরে স্থগিত হয়ে গেল বিতর্কিত পরীক্ষার ফলপ্রকাশ। পনেরোই মে শেষ হয় পঞ্চম বর্ষের সাপ্লিমেন্টারি পরীক্ষা। তেরোই জুনের মধ্যে ফল প্রকাশের কথা ছিল। কিন্তু পরীক্ষা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে আপাতত বিশ বাঁও জলে ফলপ্রকাশ। স্বাস্থ্য বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, আগে পরীক্ষা বিতর্কের নিষ্পত্তি হবে, ঘটনার তদন্ত হবে, নতুন করে পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। তারপর ফলপ্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়।
এসএসকেএম হাসপাতালে সিট পড়েছিল আরজি কর, এনআরএস এবং কেপিসি মেডিক্যাল কলেজের পরীক্ষার্থিদের। ইতিমধ্যেই পরীক্ষা নিয়মকের কাছে এসএসকেএমের পরীক্ষা বাতিলের সুপারিশ করেছেন উপাচার্য অমিত বন্দ্যোপাধ্যায়। এমএসএসকেএম কাণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে রাজ্যপালকেও চিঠি দেন উপাচার্য। নিরপেক্ষ তদন্ত চেয়ে সতেরোই জুন রাজ্যপালকে এই চিঠি পাঠান তিনি। রাজ্যপালকে লেখা চিঠিতে এসএসকেএম কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গাফিলতির অভিযোগ আনেন উপাচার্য। বারবার জানানো সত্বেও এসএসকেএম কর্তৃপক্ষ ওই ঘটনায় কোনও ব্যবস্থাই নেয়নি বলে রাজ্যপালের কাছে চিঠিতে অভিযোগ করেন তিনি। রাজ্যপাল তথা স্বাস্থ্য বিশ্ব বিদ্যালয়ের আচার্যের তরফে চিঠির জবাব না মেলায় তাঁকে পুনরায় চিঠি পাঠাচ্ছেন উপাচার্য।
First Published: Saturday, June 21, 2014, 21:24