Last Updated: March 1, 2014 15:28
এসএসকেএম হাসপাতালের হস্টেলে মাদক পাচারের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিস। গতকাল গভীর রাতে নারকেলডাঙার ডেরায় ক্রেতা সেজে পুলিস তাঁদের হাতেনাতে ধরে ফেলে। ধৃত অভীক চৌধুরী এবং মহম্মদ ইশাখ অরফে মেহমুদ ওই হস্টেলে মাদক পাচার করত বলে জানা গিয়েছে।
কিছুদিন আগেই এসএসকেএমের হস্টেলে অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয় ইন্টার্ন সপ্তর্ষি দাসের। মৃতের মোবাইল থেকে অভীক চৌধুরীর খোঁজ পায় পুলিস। নারকেলডাঙা অঞ্চলে তাঁর মাদকের কারবার রয়েছে বলে জানা গিয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে।
First Published: Saturday, March 1, 2014, 15:28